হাইকোর্টের আগাম জামিনে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩ এপ্রিল) নড়াইলের আদালতে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।
আদালত সূত্রে জানা যায়, গত সংসদ নির্বাচনের পূর্বে ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিলো ৩ এপ্রিল। এদিন নতুনভাবে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।কারাগারে প্রেরনকারীরা হলেন- সদর উপজেলা বিএনপির সদস্য সচীব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু সহ ১২ নেতাকর্মী।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ