ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জোবায়েরের মৃত্যুতে শিবিরের শোক

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ১৬:০৭
কলেজ শিক্ষার্থী জোবায়ের রহমান জামিল। ছবি- সংগৃহীত

পারিবারিক কলহের জেরে রেললাইনে সন্তানসহ আত্মহত্যা করতে যাওয়া নারীকে উদ্ধার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন জোবায়ের রহমান জামিল নামে এক কলেজ শিক্ষার্থী।

গত ১ এপ্রিল গাইবান্ধা আদর্শ কলেজের সামনে এ মর্মান্তিক ঘটনায় রাজিয়া বেগম নামের ওই নারী নিহত হলেও বেঁচে ফিরেছেন তার দেড় বছরের শিশু সন্তান আবির।

কলেজ শিক্ষার্থী জোবায়ের রহমান জামিল শিবির কর্মী ছিলেন জানিয়ে এক যৌথ শোকবার্তায় গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি মু. সামিউল ইসলাম এবং সেক্রেটরি শাকিল আহমেদ বলেন, প্রিয় জোবায়ের ভাইয়ের ইন্তেকালে সংগঠন দ্বীন কায়েমে নিবেদিত একজন কর্মীকে হারালো। অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবনকে যিনি তুচ্ছ করেছেন, তার বীরত্বপূর্ণ আত্মত্যাগ জাতির জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যুগ যুগ ধরে।

তারা আরও বলেন, সম্ভাবনাময় মেধাবী এই কর্মীকে হারিয়ে ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তির হৃদয় আজ ভরাক্রান্ত। ইসলামি আন্দোলনের প্রতি তার ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

জোবায়ের রহমান জামিল ছিলেন গাইবান্ধা এসকেএস স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী এবং গাইবান্ধা সাঘাটা উপজেলার উল্লাবাজার এলাকার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরোপকারী ও মানবিক মানুষ ছিলেন। নিয়মিত দাওয়াতি কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও কুরআন-হাদীস অধ্যায়ন করা ছিল তার অভ্যাস।

কলিজার টুকরা একমাত্র ছেলেকে হারিয়ে তার পরিবার পরিজনের নিদারুণ শোক ও কষ্টের বিষয়টি আমরা গভীরভাবে অনুভব করছি। আল্লাহ তা'আলা শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারনের তাওফিক দিন এবং দ্বীনের এই দা'য়ীকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ