ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

থানচি ব্যাংক লুট: নিরাপত্তা জোরদার

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ১৬:০৬

বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচি উপজেলার ২টি ব্যাংকে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ ২০ জনের মতো একটি সন্ত্রাসীদের দল থানচি বাজারে গিয়ে প্রথমে সোনালী ব্যাংকে লুট করে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে যায় পরে তারা কৃষি ব্যাংকে প্রবেশ করে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে এবং ব্যাংকের বিভিন্ন ব্যক্তির মোবাইর ফোন নিয়ে পালিয়ে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকা থেকে হেলিকল্পটারে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকসহ বিভিন্নস্থান পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং বলেন, কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। এসময় তিনি আরো বলেন, রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ