ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

‘ফিটনেসবিহীন পরিবহন চলাচলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ১৬:০১

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেছেন, এবার উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে লাইসেন্স ও ফিটনেসবিহীন পরিবহন চলাচল করলে এবং অদক্ষ চালক স্টিয়ারিং ধরলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে কোনো ধরেনর থ্রি হুইলার চলতে দেওয়া হবে না।

বুধবার (৩ এপ্রিল) সকালে হাটিকুমরুল মহাসড়ক পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন থাকবে। অন্যান্য বছরের তুলনায় এ বছর মহাসড়কের অবস্থা অনেক ভালো।

ঢাকা থেকে উত্তরের ঈদযাত্রা স্বস্থির হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ