মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম সরকার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মাহাবুব নামে (২৮) এক যুবক আহত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সরকার ভিটিকান্দি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। আহত মাহাবুব একই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। সে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সেচ পাম্প দেখতে ইব্রাহিম সরকার বাড়ি থেকে পার্শ্ববর্তী ছোট আলীপুরা গ্রাম সংলগ্ন মাঠে যাচ্ছিলেন। পথে ভিটিকান্দি এলাকায় সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে আছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ