নড়াইলের লোহাগড়া পৌরসভায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ মোল্যা উপজেলার ওই গ্রামের জিয়া মোল্যার ছেলে এবং লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। পরে আলামিনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, দুঃখজনক ঘটনা। বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ