চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় মদের একটি চালান আটক করেছে পুলিশ। সোমবার (২ এপ্রিল) ভোরে পৌর সদরের শেখপাড়া এলাকায় মদগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আবদুল্লাহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
গ্রেপ্তার আবদুল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৭২ বোতল মদ উদ্ধার করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলাইমান বলেন, ‘পিকআপ ভ্যানটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাইয়ের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আমাদের কাছে তথ্য ছিল, সেখানে বিদেশি মদ আছে। এর ভিত্তিতে আমরা পিকআপটিকে থামার সংকেত দেই। তখন পিকআপ রেখে চালক ও আরেকজন পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া দিয়ে আবদুল্লাহকে আটক করলেও চালক পালিয়ে যায়।’
এ পুলিশ পরিদর্শক আরও বলেন, ‘আটক আবদুল্লাহ ফেনী-কুমিল্লার সীমান্ত পথে মাদক চোরাচালানে জড়িত বলে আমাদের সন্দেহ। আটক আবদুল্লাহ এবং পিকআপ চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।’
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ