কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেছেন, আমি টিআর-কাবিখা খেতে আসেনি, আমি জনগণের সেবা করতে এসেছি। কারো কোনো প্রয়োজন হলে সরাসরি আমার কাছে আসবেন, আমার কাছে আসতে অন্য কাউকে ধরতে হবে না।
কুড়িগ্রামের উলিপুরে সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় থেতরাই আব্দুল জব্বার কলেজের ‘নতুন ভবন উদ্বোধন’ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উলিপুরের কোনো গ্রামীন সড়ক কাঁচা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব সড়ক পাকা করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন। আমরা টিআর-কাবিখা মেরে খাওয়ার জন্য আপনাদের কাছে আসিনি। এসেছি আপনাদের সেবা করতে।
এ সময় থেতরাই আব্দুল জব্বার কলেজের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, হাফিজুর রহমান সেলিমসহ আরও অনেকে।
নয়াশতাব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ