ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে ফেন্সিডিল ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

কুড়িগ্রামে পৃথক দুই অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার(২ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শঠিবাড়ী নামক স্থানে থেকে একতাপাড়া ১নং ওয়ার্ড এলাকার মাদক কারবারি মো. হিমন মিয়াকে (২২) ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে কচাকাটা থানা পুলিশের একটি টিম বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মাদক কারবারি মো. জাহিদুল ইসলামকে (৪২) ৬৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/এনএইচ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ