ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৬:৪৬

নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ মঈনুল হক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে জলঢাকা উপজেলার দোন্দিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈনুল হক ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত জলঢাকা উপজেলার দুন্দীবাড়ি এলাকায় রাতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ মঈনুল হক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাজে ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তারুল আলম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছেন মঈনুল হক। রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুন্দীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ