ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাতনামা মরদেহ

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৬:৪৭

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম।

পুলিশ জানায়, সোমবার রাতে মরদেহটি একটি মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি শাফিউল আযম বলেন, মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ