ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে শিক্ষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৬:৪৬

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিক্ষক আব্দুল হক মিয়া (৫৬) হত্যা মামলার অন্যতম আসামি সবুর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

সোমবার (১ এপ্রিল) গভীর রাতে সখীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি পলাশিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি শিক্ষক আব্দুল হক মিয়ার পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে জয়নব বেগমের বাড়িতে যায়। কিন্তু ঐদিন আব্দুল হক বাড়িতে ফিরেননি। পরদিন জয়নবের বাড়ির উঠানের মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আয়শা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। পরবর্তীতে মামলার অন্যতম প্রধান আসামি ছবুরকে সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/এনএইচ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ