চাঁদপুরের কচুয়া পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি টিনশিড দোকান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে কচুয়া-হাজীগঞ্জ ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের ৩টি টিম আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে মহসিনের মুদি দোকানের চালায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষনে মহসিনের মুদি দোকান, নুরুল ইসলামের চশমা ও ঘড়ির দোকান, আব্দুর রহমানের কসমেটিক্সের দোকান, জাকারিয়ার চা পাতির দোকান, আরিফুল ইসলাম ও মনিরুল ইসলামের রেডিমেট পোশাকের দোকান ও মজিবুল হকের জুতার দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এ সময় আগুন নিয়ন্ত্রন আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেন স্থানীয় ব্যবসায়ী ও কচুয়া থানার পুলিশ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নবযোগদানকৃত ইউএনও এহসান মুরাদ। অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছি। অগ্নিকাণ্ডে সকল মালামাল পুড়ে যাওয়ায় আমরা সর্বশান্ত হয়ে পড়েছি।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ধারন করা হয়নি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ