ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

অটোরিকশা ছিনতাই চক্রের ১ জন আটক

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৫:২৫

ময়মনসিংহের ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রির সময় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আনোয়ার হোসেন উড়াহাটি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

তারপর আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে অটোরিকশার কাটা যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, এসআই নূর কাসেম, এএসআই কামরুল এবং সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করলেও তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ