ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

ময়মনসিংহের গৌরীপুরে আলী আকবর (৬০) নামে এক সবজি ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাতে গৌরীপুর জংশন সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলী আকবরের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আকবর গৌরীপুর জংশন সংলগ্ন মিন্টুর টিনশেড বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে এলাকায় সবজির ব্যবসা করতেন। শনিবার রাতে কাজ শেষ করার পর ওই বাসায় ঘুমাতে যান তিনি। সোমবার রাতে বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গিয়ে দেখে আলী আকবরের মরদেহ পড়ে আছে। স্থানয়ীরা পুলিশে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, স্থানীয়রা জানিয়েছেন আলী আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে দুইবার স্ট্রোক করেছেন। শনিবার রাত পর্যন্ত স্থানীয়রা তাকে স্টেশন এলাকায় দেখে। আজকে তার বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ