ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

রাস্তা ও ফুটপাত দখলে জরিমানা গুণল ৬ জন

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ২০:০৯

চট্টগ্রাম মহানগরীতে রাস্তা ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ সময় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

সোমবার (১ এপ্রিল) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পাঁচলাইশ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা করেন।

এসময় মহানগরীর বায়েজিদ বোস্তামী সড়কের হাসনীক্যান মোড়, রাস্তা ও ফুটপাতের উপর কাঠ, টায়ার ও গাড়ির গ্যারেজ ব্যবসা বসিয়ে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ