ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

মলম পার্টির খপ্পরে সর্বস্ব হারালেন যুবক

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১৯:৫১

চট্টগ্রামে ঈদের কেনাকাটা করতে গিয়ে মলম পার্টির খপ্পরে পড়ে এক যুবক সর্বস্ব হারিয়েছেন।

সোমবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন খুলশী টাউনের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই যুবকের নাম ইকবাল ছিদ্দিক (২৮)। রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে তিনি নিউ মার্কেটে গিয়ে নিখোঁজ হন। মলম পার্টির শিকার ইকবাল ছিদ্দিক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের অলি বাড়ির ছিদ্দিক আহম্মদের ছেলে।

ইকবাল ছিদ্দিকের বড় ভাই মো. অলি আহমেদ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, রোববার রাত ৮টার সময় মো. ইকবাল ছিদ্দিক ঈদের কেনাকাটা করবেন বলে নিউ মার্কেটে যান। ওখানেই মলম পার্টির খপ্পরে পড়েন। পরে রাতে বাসায় না ফেরায় ইকবালের পরিবার সবদিকে খোঁজ নিতে থাকেন। কিন্তু ১৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ইকবালের। তখন চিন্তা আর টেনশনে থানায় বিষয়টি অবগত করলেও ৭২ ঘণ্টা সময় পার হলে জিডি করা যাবে বলে পুলিশ আশ্বস্ত করে। এরমধ্যে নগরীর খুলশী টাউনের সামনে ইকবালের খোঁজ মিলে। তখন পরিবার লোকজন ওখানে গিয়ে ইকবালকে উদ্ধার করেন।

ইকবাল মলম পার্টির খপ্পরে পড়ে প্রায় ১৪ ঘণ্টা তাদের কবলে ছিলেন। ততক্ষণে মলম পার্টির লোকজন ইকবালের দামি মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেন।

ইকবালের বড় ভাই অলি আহমেদ বলেন, ভাইকে খুঁজে পেয়েছি সেটাই শুকরিয়া। মোবাইল ও টাকা গেছে সেটা বড় কথা না। ভাইকে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি।

তিনি আরও জানান, ইকবালের সঙ্গে তেমন কোনো কিছুই পাওয়া যায়নি। বা আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করছি, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, আমার এলাকায় মলম পার্টির খপ্পরে পড়েনি। শুনেছি অন্য জায়গায় পড়েছে। পরে খুলশী টাউনের সামনে থেকে একজনকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে তিনি জানান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ