চৈত্রের তীব্র তাপদাহে পুড়ছে পাবনার ঈশ্বরদী উপজেলার জনজীবন। দিন দিন বেড়েই চলেছে উত্তরাঞ্চলের জেলা পাবনার ঈশ্বরদীর তাপমাত্রা।
সোমবার (১ এপ্রিল) চলতি মৌসুমে ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। সোমবার সকাল থেকে সূর্যের চোখ রাঙানি ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বৈদ্যুতিক পাখা ছাড়া যেমন ঘরে বসা যাচ্ছে না, তেমনি বাইরেও রোদের সঙ্গে সঙ্গে গরমে অতিষ্ঠ হয়ে ওঠে প্রাণ-প্রকৃতি।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হোসেন রঞ্জন জানান, সোমবার ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনেও এমন পরিস্থিতি বিরাজ করবে। একই সঙ্গে চলতি সপ্তাহে গরমের প্রভাব ও তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ