ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

নান্দাইলে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১৯:০৮

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ৭৮ জন এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেছে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

সোমবার (১ এপ্রিল) সকাল ১১টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় দেওয়ানগঞ্জ বাজার ট্রাস্ট কার্যালয়ে ৯ টি প্রতিষ্ঠানের এতিম শিশুদের মাঝে এ নতুন পোশাক বিতরণ করা হয়। এরমধ্যে ৫৫ জন এতিম ছেলে শিশুকে পাঞ্জাবি ও পায়জামা এবং ২৩ জন এতিম মেয়ে শিশুকে থ্রিপিস দেওয়া হয়েছে।

আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও ট্রাস্টের

কোঅর্ডিনেটর তারিক জামিলের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান মো.রেজাউল করিম, ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সমাজসেবক আব্দুর রাশিদ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।

ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মো. ওয়ালিউল্লাহ বলেন, এতিম শিশুরা যেন ঈদের আনন্দ পায়, সেজন্য আমরা ৭৮ জন এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ