ফরিদপুরের নগরকান্দায় পুলিশের ওপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) রোকন তার মায়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসেন। পরে দুপুরে জানাজা শেষে পুলিশ তাকে আটক করে।
স্থানীয়রা জানায়, উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মোচেন মোল্লার ছেলে রোকন মোল্লার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী রেহেনা বেগম যৌতুক মামলা দায়ের করেন। রোকন এই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন।
আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোকনকে ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে রোকনকে ছিনিয়ে নেয়। পরে হামলায় অভিযুক্ত চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ