ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

২৪ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা আটক

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১৭:৩২

ময়মনসিংহ থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় অপহরণকারী দলের মূলহোতা মো. ইমরান হোসেনকে (২৬) আটক করা হয়।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ এর দিয়াবাড়ি আড়ৎ কমপ্লেক্সের ৫৩ নম্বর ঘর থেকে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

ইমরান সাভার উপজেলার পানপাড়া ঝিলপাড় এলাকার মো. কাজল ইসলামের ছেলে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুলফিকার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার নাদিম পারভেজের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। যাওয়ার পথে সাহেব আলী রোড এলাকায় ওৎপেতে থাকা ইমরান হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন যুবক তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে। পরে ওই মেয়ের বাবার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতার বাবা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অপহরণের বিষয়ে লিখিতভাবে এজাহার দায়ের করে এবং র‌্যাবের নিকট মেয়েকে উদ্ধারে সহায়তা চান।

পরবর্তীতে র‌্যাব-১৪ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে। অপহরণকারীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ