চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অভিযানে চালিয়ে ৫’শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। রোববার (৩১ মার্চ) মধ্যরাতে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট।
মোহনপুর কোস্টগার্ড ইউনিটের পেটি অফিসার এমদাদুল হক জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে রাতে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর ইউনিট অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর আমিরাবাদ সংলগ্ন এলাকায় একটি ফিসিং ক্যারিং বোট তল্লাশি চালিয়ে আনুমানিক পাঁচশো কেজি জাটকা জব্দ করা হয়েছে।
পরে মতলব উত্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো.রাশেদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জব্দ করা জাটকা বিতরণ করা হয়।
পেটি অফিসার বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে জাটকা নিধণ প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/এনএইচ/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ