ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

পায়রা বন্দর শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশনার সময়: ০১ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দরে বারেক আকন (৩৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া এলাকার প্রথম টার্মিনাল সংলগ্ন নির্মাণাধীন ব্রিজ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বারেক পার্শ্ববর্তী তালতলী উপজেলার পূর্ব ঝারাখালী এলাকার সত্তার আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই শ্রমিক তার বাড়ি থেকে প্রকল্প এলাকায় এসে কাজে যোগদান করেন। সেখানে নদীতে কাজ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় বন্দর কর্তৃপক্ষ পুলিশকে অবহিত না করেই মরদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে স্বজনরা মরদেহের বুকে আঘাতের চিহ্ন দেখে পুলিশে অবহিত করলে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পায়রা বন্দরের ওই প্রকল্প এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মোহিমিনুল চৌধুরী জানান, ওই শ্রমিকের মরদেহ বাড়ি পাঠানোর পর আমরা বিষয়টি জানতে পেরেছি। যার কারণে আর পুলিশে অবহিত করা হয়নি।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, আমাদের না জানিয়ে মরদেহ বাড়িয়ে নিয়ে যায়। আবার না জানিয়েই মৃতদেহ থানায় নিয়ে আসে। পরে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ