‘নিরাপদ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানসমূহ মেনে চলুন, নিরাপদ খাদ্য নিশ্চিত করুন’ এবং ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজবাড়ীর আয়োজনে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দুপুরে জেলা অফিসের আয়োজনে এবং গোয়ালন্দ উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমীন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হানসহ উপজেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ