শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় থান কাপড়সহ কুরবান আলী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে মায়াঘাসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুরবান আলী মায়াঘাসি এলাকার মৃত রহিম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, রোববার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল তল্লাসি চালিয়ে কুরবান আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চোরাই পথে আনা ৬ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছেূূ।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ