ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ২১:২১ | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ২১:২৫

পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন, ‘ব্যক্তি স্বার্থে নয় এলাকার জনগণের স্বার্থে জনগণের যাতে মঙ্গল হয় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। জনগণের কল্যাণের জন্যই রাজনীতি।’

রোববার (৩১ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়ন করতে জনপ্রতিনিধিদের প্রধান ভূমিকা রাখতে হবে।

উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, রফিবুল ইসলাম রেণু, মোশাররফ হোসেন কাজল,ইফতেখার মোমতাজ খোকন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ, সাংবাদিক হান্নান মাহমুদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ