টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে শামীম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরহামজানি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম একই গ্রামের আ. রহমানের ছেলে।
জানা যায়, শামীম রোববার (৩১ মার্চ) সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে তামাক কাটতেছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, বজ্রপাতের ঘটনাটি জানার পর নিহত ব্যক্তির দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ