জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় সোহেল (২৮) নামে ভটভটি চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকাল ৩টার দিকে জামালপুর-মেলান্দহ মহাসড়কের মামাভাগিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভটভটি চালক সোহেল উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বেতমারি এলাকার মৃত ফটেক আলীর ছেলে।
জানা যায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক মামাভাগিনা এলাকায় ভটভটি অতিক্রম করতে গিয়ে ভটভটিটিকে চাপা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ছিটকে পড়ে। এ সময় ট্রাকটি ভটভটির চালক সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি দেড় কিলোমিটার দূরে মালঞ্চ বাজারে জব্দ করে স্থানীয়রা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের আপাতত কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ