ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

টঙ্গীবাড়িতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১৬:৪৫

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে ঈমান তফাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ঈমান ওই গ্রামের কালাচান তফাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ভোরে বৃষ্টি শুরু হলে কৃষক ঈমান নিজের আলু গোলা দেখভাল করতে ঘর থেকে বের হন। এসময় বজ্রপাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তাৎক্ষণিক স্বজনরা তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ভোর আটিগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক ঈমান তফাদার মারা যান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ