ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১২:২৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১২:৩৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে আশেকপুর এলাকায় পৌঁছলে প্রাইভেটকারটি একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

পরে আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ