চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি ফিশিং বোটে আগুন লাগার ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে কর্ণফুলী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
নিহত জলিল মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি একই এলাকার আনছারুল করিমের
মালিকানাধীন ফিশিং বোটের শ্রমিক ছিলেন।এর আগে, গত বৃহস্পতিবার পতেঙ্গায় ওই বোটে আগুনে লেগে আহত হন ৪ জন। আর নিখোঁজ ছিলেন আব্দুল জলিল। শনিবার
সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ