কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) বিকালে হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা পাকাবাধাঁ মসজিদ সংলগ্ন নদীর ঘাট এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নসহ কোমড়ের অংশ ইট দিয়ে বাঁধা ছিল বলে তারা জানান। এ সময় পড়নে জিন্সের প্যান্ট ও হলুদ রঙের গেঞ্জি ছিল। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, নিহত ওই যুবকের মরদেহ কয়েকদিন থেকে পানিতে থাকায় তার শরীরের বিভিন্ন অংশ বিকৃত আকার ধারণ করেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ