লালমনিরহাটের আদিতমারীতে তামাক খেত থেকে রোমান মিয়া (৬) নামে অর্ধেক পুঁতে রাখা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোমান উপজেলার ভাদাই ইউনিয়নের ত্রিমোহনী ভাদাই খোলাহাটি এলাকার আমিনুর হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। শনিবার বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক খেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুঁতে রাখা অবস্থায় একটি শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে আদিতমারী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ