বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৮ গুণীজনকে ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের সাবেক ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণীজনরা হলেন, শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকার, মো. নূরুল ইসলাম, কবি সুফিয়া বেগম ও চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।
গবেষণায়- ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও ড. মো. মেহেদী মাসুদ।
সমাজসেবায়- এমএ মালেক, মো. আব্দুর রহিম খান (পিপিএম) ও চিত্রনায়িকা রোজিনা।
সাংবাদিকতায়- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সুবীর বসাক, ম.নূরুল ইসলাম, জীবন ইসলাম, হেমায়েত হোসেন, ফরিদ খান, মো. আলতাব হোসেন ও মো. বাবুল হোসেন।
বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন সরকার জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ ও ২০২২ সালে বিজয়ী গুণীজনকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। গৌরীপুরের মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুরের মুঘল দেওয়ান কন্যা সখিনা বিবির নামানুসারে এই অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ