পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় আটক ১৪ জেলেকে দণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ দণ্ড দেন।
তাদের মধ্যে রাবিক (২১)ও সুজন (২০) নামের দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং শামিম (২৫), বজলুর রহমান (২১), আলমগীর (৪২), আলমগীর (৪৮), মাসুদ মিয়া (৩২), রায়হান (১৯), আল আমিন (৩২), নাহিদ (১৭), আবুল কাশেম (৬০), আমিন (৪৫), ছবু (৪০) ও রহিম (৩২) নামের ১১ জেলেকে ১ বছর করে করাদণ্ড প্রদান করা হয়। আর নাহিদ নামের এক জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (৩০ মার্চ) ভোর রাতে তেঁতুলিয়া নদীর রিজির মায়ের ভাড়ানি পয়েন্টে অবৈধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার সময় কলাইয়া নৌ-ফাঁড়ির পুলিশ তাদের আটক করে। আটককৃত জেলেদের সকলের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তারা দীর্ঘ দিন ধরে তেঁতুলিয়া নদীর ওই পয়েন্টে এসে মাছ ধরছিল।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ