ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

সড়কের আইল্যান্ডে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৪, ১৬:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের আইল্যান্ড থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে মহাসড়কের আইল্যান্ডে পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মহাসড়কের আইল্যান্ডের পাশে ওই ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ