ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

সজনে গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৪, ১৬:১৫

সাতক্ষীরার আশাশুনিতে সজনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াকুব আলী (৫১) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ১০টার দিকে আশাশুনির দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়াকুব আলী সদরের দক্ষিণপাড়া গ্রামের মৃদু কালো গাজীর ছেলে।

ইয়াকুব আলীর ছোট ভাই রবিউল ইসলাম জানান, তার বড় ভাই সকালে সজনে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। ডাল কাটার এক পর্যায়ে বিদ্যুতের তারের ওপর কাঁচা ডাল পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা এসে গাছ থেকে ইয়াকুব আলীকে উদ্ধার করে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সজনে গাছের পাশে বিদ্যুতের তার ছিল। ইয়াকুব আলী ডাল কাটতে গিয়ে কাঁচা ডাল তারের ওপরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হযন। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ