ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৪, ১৫:৩১

পিরোজপুর শহরে বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড। গেল কয়েক দিনে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধে কয়েকটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুরি, একটি চাকুসহ নগদ ৩১শ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি থানায় রুজু হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্যাংয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তারকৃত সকল কিশোরকে কোর্টে প্রেরণ

করবো, আদালত ব্যবস্থা নেবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ