কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবার বিপুল পরিমাণ চালান পাচারকারী মোস্ট ওয়ানটেড রেজাউলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খামার পাড়ার মোজাফফর আহমদের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করেন রেজাউল। পুলিশের খাতায় ছিলেন মোস্ট ওয়ানটেডের তালিকায়। কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবার বিপুল পরিমাণ চালান পাচার করতেন তিনি। তবে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির সময় মাঠেও সরব থাকতেন। কক্সবাজারেও যেতেন না। সীমান্ত থেকে বাসচালক ও তার সহকারীর (হেলপার) মাধ্যমে ইয়াবার চালান ঈদগাঁওতে আনতেন। আনার পর নিজস্ব লোক দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করাতেন তিনি।
স্থানীয়রা জানান, রেজাউলের নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এছাড়াও এলাকায় চুরি-ছিনতাই, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ভূমি দখল ও সরকারি সড়কবাতি চুরিসহ আরও বিভিন্ন অপরাধ করে আসলেও কয়েকজন গড ফাদারের ছত্রছায়ায় এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলো রেজাউল।
অভিযানে নেতৃত্ব দেন ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল। পুলিশের খাতায় মোস্ট ওয়ানটেড হওয়ায় তাকে গ্রেপ্তারে হন্যে হয়ে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এসআই আশরাফুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষন মামলার আসামি রেজাউলকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খামার পাড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেজাউলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ