ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

৮০০ টাকার জন্য বন্ধুর গুলিতে প্রাণ গেল বন্ধুর

প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৪, ১২:১৬ | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:২০

কক্সবাজারের টেকনাফে বন্ধুর এলোপাতাড়ি গুলিতে মো. জোবায়ের (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় মো. জোবায়েরের একটি ছোট দোকান রয়েছে। তার দোকান থেকে বাকিতে কেনাকাটা করতেন বন্ধু নাজিবুল্লাহ। সেই সুবাদে বন্ধু নাজিবুল্লাহর কাছে ৮০০ টাকা পেতেন জোবায়ের। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় নাজিবুল্লাহ ও তার ভাইসহ কয়েকজন মিলে জোবায়েরকে গুলি করে। এরপর স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার পাঠান। চিকিৎসা চলাকালে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ