সুনামগঞ্জের জগন্নাথপুরে সুহেল আহমদ (২২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলা পৌর-শহরের বাড়ি জগন্নাথপুর নামক এলাকার সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের বাড়িতে।
নিহত সুহেল আহমদ নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুহেল আহমদ দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকায় সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতসারে মালিকের বাড়ির গোয়ালঘরের তীরের (আড়া) সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুহেল আহমদ। খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ