নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় বাবুল নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা আনছার আলী ও ভাই শাহাবুল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে লালপুর বাজারের নিজস্ব দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই উপজেলার সাইপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ঈশ্বরদী-বাঘা সড়কের মাধবপুর ব্রাক অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৯ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন বাবলুর মৃত্যু হয়। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ