পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলতেই উঠে এলো এক যুবকের মরদেহ। পরে মরদেহটি সাইফুল ইসলাম নামের এক প্রতিবন্ধীর বলে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউপির ২ নম্বর ওয়ার্ডের মধ্য ধুবনী গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সাইফুল ইসলাম একজন প্রতিবন্ধী যুবক। সকালে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরে আর বাড়িতে ফিরে আসেননি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া যায়নি। এরই মধ্যে সাইফুলের বাড়ির পাশের একটি পুকুরে জেলেরা জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় জেলেদের জালে একটি মরদেহ উঠে আসে। জেলেরা মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে শনাক্ত করেন এটি সাইফুলের দেহ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ