কক্সবাজারের রামুতে ছুরিকাঘাতে নিহত কৃষকলীগ নেতা নাজেম মওলা সাহেদ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান এ তথ্য জানিয়েছেন।
এরআগে, বুধবার মধ্যরাতে কচ্ছপিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নাজেম মওলা সাহেদ কচ্ছপিয়ার রূপনগর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমলাপাড়া এলাকার কাদের মিস্ত্রির ছেলে আলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান।
সংবাদ সম্মেলনে ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, গ্রেপ্তার ২ জনসহ ৩ জন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বধুপাড়া ব্রিজের মাথায় অবস্থান করছিলেন। এসময় জনৈক ফেরদৌস প্রকাশ ফিরোর সাথে ৩ জনের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি ফেরদৌস সাহেদকে কল করে জানান। সাহেদ ঘটনাস্থলে পৌঁছলে তার সাথেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৩ জন তাদের সাথে থাকা ধারালো ছুরি দিয়ে নাজেম মাওলা সাহেদকে এলোপাথাড়ি আঘাত করে গুরুত্বর রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল কক্সবাজারে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় তথ্য-প্রযুক্তির ব্যবহারে মাধ্যমে আসামিদের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি পেঠান সওদাগরের ছেলে দেলোয়ার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ