ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ২১:১১

জামালপুরের সরিষাবাড়ীতে নিজের মাকে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান।

জানা যায়, বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী মোছা. খোদেজা (৫৭) থানায় এসে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। তার ছেলে তাকে ভরণপোষণ না দিয়ে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে জানান তিনি। পরে অসহায় বিধবা মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলে আ. জলিলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন ৫ (১) ধারায় মামলা রুজু করে রাতেই তাকে আদালতে সোপর্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. আব্দুল জলিল (৪০) শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, বিধবা মাকে তার একমাত্র ছেলে ভরণপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি থানায় এসে ছেলে বিরুদ্ধে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ