ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নোংরা পরিবেশে সেমাই তৈরি: জরিমানা গুণলো ৩ প্রতিষ্ঠান

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ২০:৩৭

চট্টগ্রাম নগরীতে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নগরীর বাকলয়িা এলাকার রাজাখালীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ জাতীয় ভোক্তা অধিকারের চট্টগ্রামের একটি টিম।

এসময়, আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা ও হোসেন ফুডস কোংকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

জাতীয় ভোক্তাধিকারের চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অভিযোগে বৃহস্পতিবার তিনটি প্রতিষ্ঠানকে জরিমান করা হয়। আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ