চট্টগ্রাম মহানগরীতে এক লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) নগরী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল আলম (৪৭), মো. হারুনুর রশিদ (৩৪) ও মো. মাসুদ আলম প্রকাশ চৌধুরী (৩৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে কাছে জনৈক মো. রানার বিখ্যাত অ্যাকুরিয়াম নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক বলেন, আসামিদেরকে জাল টাকা সরবরাহ চক্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের বিধি মোতাবেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপুর্ণ তথ্য প্রদান করে। তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ