নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে দখল থাকা পানি উন্নয়নের বোর্ডের খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ খাল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দিসহ আশপাশে এলাকার কমপক্ষে ৩ শ বিঘা জমি চাষাবাদ করতে সমস্যা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, দীর্ঘ দিন ধরে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফসলি জমিতে পানি সরবরাহের জন্য পানি উন্নয়নের খালটি স্থানীয় কিছু প্রভাবশালী বন্ধ করে রাখে। এতে জমিতে ফসল ফলাতে বাধাঁ সম্মুখীন হয়। স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দখল হওয়া খালটি পুরুদ্ধার করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ