কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্বরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকেলে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলো একদল কুলি। এ সময় জয়েন উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে, অন্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ি কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে। তিনি ১০ সন্তানের জনক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তাকে নাড়িকেলবাড়ি তিস্তারপাড় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ