রাজধানীর বনানী এলাকা থেকে ১,৮৬৬ বোতল বিলাতি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে র্যাব-১ উত্তরার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন জি ব্লক এলাকা থেকে মো. মাসুদ বিশ্বাস (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করে। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. মাসুদ বিশ্বাস গোপালগঞ্জ সদর থানার মৃত হারেজ বিশ্বাসের ছেলে। বর্তমানে গুলশান-১, লেক পার্কের পূর্ব পার্শের জনৈক মো. মান্নান মিয়ার টিনসেড বাড়ির ভাড়াটিয়া।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির কাছে থেকে এসময় কেরুর তৈরি ১,৮৬৬ বোতল বিলাতি মদ ও একটি পিকআপ ভ্যান এবং একটি মোবাইল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ